শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে: আব্দুল মতিন এমপি
প্রকাশিত হয়েছে : ১১:৩১:২৫,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
তারেক হাসান, কুলাউড়া: বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি বলেছেন, শিক্ষার মান উন্নয়নে ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে এখন আমুল পরিবর্তন এসেছে। বিশেষ করে শিক্ষা নীতি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরন সরকারের অন্যতম সাফল্য।
প্রতিযোগিতা মূলক বিশ্বে টিকে থাকতে হলে আলোকিত মানুষ তৈরি করতে হবে। আগামী প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে কারন এরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তিনি কলেজের অগ্রযাত্রায় সর্বাত্তক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কলেজ প্রতিষ্টা করতে যারা ভূমি দিয়ে সহযোগিতা করছেন তাদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও কলেজকে এগিয়ে নিতে তাদের সহযোগিতা আহবান করেন।
মঙ্গলবার সকাল ১১টায় কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গজভাগে মনু মডেল কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ভিত্তি প্রস্থর স্থাপন শেষে আয়োজিত সভায় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সুশীল সেন গুপ্ত, রবিরবাজার মাদ্রাসার অধ্যক্ষ আব্দল জব্বার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দল মনাফ, ব্যবসায়ী আব্দুর মুনিম রুয়েল, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতিকুর রহমান।
অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহাজাহান, রাউৎগাও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান প্রমুখ।
সভার শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল আলিম, মানপত্র পাঠ করেন কবির উদ্দিন ও ফুয়াদ আলম চৌধুরী। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম ব্যক্তিগত তহবিল থেকে প্রাথমিক ভাবে ২টন চাল প্রদানের আশ্বস পদান করেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থীসহ এলাকার সর্বস্থরের জনসাধারন উপস্থিথ ছিলেন।