কুলাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল : পুলিশের বাঁধা
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:৪২,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল করেছে। রবিবার দুপুর ১২টায় উত্তরবাজারস্থ দলিয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে কুলাউড়া শহর প্রদক্ষিণ করে চৌমুহনী চত্ত্বরে আসলে পুলিশ বাঁধা দেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশের সাথে বাকবিত-ায় জড়িয়ে পড়েন। পরে চৌমুহনী চত্ত্বরে পুলিশের বাঁধা উপেক্ষা করে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সাবেক এমপি এম এম শাহীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন প্রমুখ।