কুলাউড়ায় পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম কে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৯:২০:৪০,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
তারেক হাসান, কুলাউড়া: কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের পীরেরবাজার সংলগ্ন জামিয়া রহিমিয়া বালিয়া মাদ্রাসায় পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম কে সংবর্ধনা প্রদান করা হয়। গত ০১ নভেম্বর শনিবার মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং হাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাদির আহমদের পরিচালনায় সংবধির্ত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, হাজীপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হুসেন মনসুর, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতলিব ও রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র আখতারুজ্জামান, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মোঃ আল আমীন ও নাতে রাসূল পরিবেশন করেন ইমরান আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শমসেরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, ইউপি সদস্য শেখ রায়হান ফারুক, পীরেরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাজা মিয়া ও মোঃ কুতুব উদ্দিন।