কুলাউড়ায় পাল্টা-পাল্টি প্রতিবাদ সভা পন্ড : শহরে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ২:৪৫:৩০,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৪
তারেক হাসান, কুলাউড়া:
কুলাউড়ায় পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানের পূর্ব ঘোষিত প্রতিবাদ সভা ১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে পুলিশের হস্থক্ষেপে পন্ড হয়ে যায়। এসময় প্রতিবাদ সভাকে কেন্দ্র করে শহর জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করে। বিকাল ৩টায় উপজেলা বিএনপির (আবেদ রাজা গ্রুপ) চৌমুহনাস্থ কার্যালয়ে নেতা কর্মীরা জড়ো হয়ে সভার প্রস্থুতি নেয়। প্রক্ষান্তরে কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান সমর্থকরা স্থানিয় ডাক বাংলো মাঠে অনুরুপ ভাবে প্রতিবাদ সভার প্রস্তুতি নিচ্ছিল। অপ্রীতিকর ঘটনা রোধে কুলাউড়া থানা পুলিশ শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করে এবং বিএনপি কার্যালয় থেকে মাইক খুলে নেয়ার নির্দেশ দিলে তারা মাইক খুলে নেয়। বিকেলে সলমান সমর্থকরা শহরে মৌন মিছিল করে। তবে শেষ পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কারা নির্যাতীত কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আবেদ রাজা। সভায় বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য গত বৃহষ্পতিবার সড়কে অবস্থান কালে পৌর মেয়র জানান ৩নং ওয়ার্ডের একটি রাস্তার সংস্কার কাজ পরিদর্শন কালে কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান তাকে লাঞ্ছিত করেন। প্রতিবাদে ঐদিন বিকাল ৫টায় পৌর মেয়র পরিষদের কয়েকজন কাউন্সিলার ও স্থানিয়দের নিয়ে শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল ঘন্টা ব্যাপি বন্ধ করে রাখেন। সড়ক অবরোধ চলাকালে দুই পাশে প্রচুর যানবাহন আটকা পড়ে।
পরে রাস্তায় অবস্থান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান ও পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ সময় পৌর মেয়র ২৪ঘন্টার সময়সূচি বেঁধে দিয়ে অবস্থানকারিদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার ২ঘন্টা পর কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফি আহমদ সলমান কুলাউড়া শহরের স্টেশন চৌমুহনীতে এক প্রতিবাদ সভার আয়োজন করে পৌর মেয়রের বক্তব্যকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক আখ্যায়িত করে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি মেয়রের বিভিন্ন কর্মকান্ডেরও তীব্র সমালোচনা করেন। প্রতিবাদ সভা শেষে এক মিছিল শহর প্রদক্ষিন করে।