কুলাউড়ায় ডাকাত আতঙ্ক : গুজবে কান না দেয়ার জন্য পুলিশের অনুরোধ
প্রকাশিত হয়েছে : ১২:০৮:১৯,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৪
মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন ইউনিয়নের মসজিদ থেকে গত ০১ নভেম্বর শনিবার দিবাগত গভীর রাতে পুলিশের বরাত দিয়ে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষনা দেয়া হয় উপজেলায় ডাকাত দল প্রবেশ করেছে। এলাকাবাসিকে সর্তক থাকার জন্য বলা হয়। গভীর রাতের এই ঘোষনায় জনমনে আতংক ছড়িয়ে পরে। অনেকেই বিনিদ্র রজনী যাপন করেন, এ খবরে কিছু এলাকায় রাস্থায় পাহারা বসানো হয়।
একটি সূত্র জানায়, মসজিদের মাইক থেকে এ ঘোষনার পর পর উপজেলার বিভিন্ন স্থান থেকে মাইকে অনুরুপ ঘোষনা আসতে থাকে। অল্প সময়ের মধ্যে এই গুজব উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পরে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর জানান, জনমনে আতংক সৃষ্টির জন্য এই গুজব ছড়ানো হয়েছে এর কোন ভিত্তি নেই। পুলিশ গুজব সৃষ্টিকারীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য জোড়তৎপরতা চালিয়ে যাচ্ছে। গুজব সৃষ্টিকারীদের ব্যাপারে সর্তক থাকার জন্য পুলিশ উপজেলা বাসিকে অনুরোধ জানিয়েছেন।