কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃবিভাগ ডাকাত দলের ১২সদস্য আটক (আপডেট)
প্রকাশিত হয়েছে : ১:৫৭:১৫,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৪
তারেক হাসান, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃবিভাগ ডাকাত দলের ১২জন সদস্যকে আটক করেছে পুলিশ।
জানা যায় ২০নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধরের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের উত্তর কুলাউড়া আউটার সিগনাল এলাকায় একটি হাইয়েস মাইক্রোবাস গাড়িতে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ আন্তঃবিভাগ ডাকাত দলের ১২সদস্যকে আটক করা হয়। পুলিশ জানায় ডাকাতরা উপজেলার পুশাইনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
আটককৃত ডাকাতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার নুরপুর (পুকুর পাড়া) এলাকার মুমিন মিয়ার ছেলে সেলিম মিয় (৩০), সুনামগঞ্জ জেলা সদরের ইব্রাহিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে জুয়েল আহমদ(২৪), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পূর্ব মাধবপুর এলাকার মিন্ন্রত আলীর ছেলে সৈয়দ আলী(২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল থানার দেওরা এলাকার সলুমুদ্দিনের ছেলে তজমুদ্দিন (২৫), সিলেট জেলার শাহপরান থানার সাদাটিকর এলাকার ফয়েজ আহমদের ছেলে এনাম (১৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার খুয়ারপুর এলাকার আলাই মিয়ার ছেলে সাগর মিয়া (৩০), একই এলাকার আনিছ আলীর ছেলে মহব্বত আলী(২৬), একই থানার ব্রাহ্মণশাসন এলাকার আব্দুল বাছিতের ছেলে আলমগীর (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের আটলা এলাকার নাসির মিয়ার ছেলে শাহ আলম(৩০), একই জেলার নাসির নগর থানার নুরপুর (পুকুর পাড়া) এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাফিক(২০), একই জেলার সড়াইল থানার কালিকচ্চর এলাকার আবুল হেসেনের ছেলে আনোয়ার হেসেন আনার(২২) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে ছত্তার মিয়া(২৫)।
ডাকাতদের কাছ থেকে ধারালো ছুরি, রাম দা, গ্রিল কাটারসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এসময় তাদের ব্যবহিৃত সিলভার রংয়ের একটি হাইয়েস মাইক্রোবাস গাড়ি আটক করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।