কুলাউড়ায় জামায়াতের আমীরসহ আটক-৩
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:২৮,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৪
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের ডাকা হরতালের ২য় দিনে ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় জামায়াত-শিবির কর্মীরা পৌর শহরে মিছিল বের করে পুলিশের উপর হামলার চেষ্টা করলে উপজেলা জামায়াতের আমীর সহ ৩ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার জয়চন্ডি ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত ইমজাদ আলীর ছেলে উপজেলা জামায়াতের আমির আব্দুল বারী মাষ্টার (৬২), ভূকশিমইল ইউনিয়নের গৌড়করন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ছাত্রশিবিরকর্মী জামাল আহমদ(২৬), ভাটেরা ইউনিয়নের পালগ্রামের নজরুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সাদেক(২৮)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াত-শিবির কর্মীরা লাঠিসোঠা নিয়ে শহরে শান্ত পরিবেশ নষ্ট করে অশান্ত করার ও পুলিশের উপর হামলার চেষ্টা চালালে জামায়াতের আমীরসহ ৩জনকে আটক করা হয়।