কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস পলিত
প্রকাশিত হয়েছে : ৮:৫৯:২৭,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
তারেক হাসান, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ায় ‘আর্থ-সামাজিক নিরাপত্তায় সমবায়’ এই প্রতিপাদ্য নিয়ে ৪৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। ০১ নভেম্বর শনিবার সকাল ১১টায় কুলাউড়া জনমিলন কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ সালিক আহমদ ভূইয়া’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-২ কুলাউড়া-(কমলগঞ্জ আংশিক)আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন, কুলাউড়া ইউসিসিএ এর চেয়ারম্যান ফজলুল হক ফজলু, মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মঈনুল ইসলাম শামীম, কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, এনজিও সংস্থা ওয়াফ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক, মৌলভীবাজারা জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মতলিব প্রমুখ।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক কবি এন আই দুদু, কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক মাহবুব করিম মিন্টু, কর্মধার ভান্ডারীগাও এর বহুমুখী সমবায় সমিতির প্রতিনিধি শিউলী দেবী।
আলোচনা সভার পূর্বে এমপি আব্দুল মতিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সমবায়ীবৃন্দ ও মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্য সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ্রের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য র্যালী কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে