কুলাউড়ায় ওয়াফ’র কম্পিউটার প্রশিক্ষনের সনদ বিতরন
প্রকাশিত হয়েছে : ৯:১৬:১১,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
তারেক হাসান কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ায় এনজিও সংস্থা ওয়াফ টিলাগাঁও এর আয়োজনে ২৬জন কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরন করা হয়।
উপজেলা জনমিলন কেন্দ্রে গত ০১ নভেম্বর শনিবার দুপুর ১টায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে এবং ওয়াফ’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন, কুলাউড়া ইউসিসিএ এর চেয়ারম্যান ফজলুল হক ফজলূ, মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মঈনুল ইসলাম শামীম, কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ওয়াফ, ডি,নেট ড্যাব-নিউজার্সি এর সহযোগিতায় কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নে কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র চালু করে। পরবর্তীর্তে বিভিন্ন সময় এ পর্যন্ত প্রায় সহ¯্রাধিক বেকার যুবক-যুবতীকে আয় ও কমৃসংস্থানে দক্ষতা বৃদ্ধির জন্য কম্পিটার প্রশিক্ষন প্রদান করা হয়। কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন ও কারিগরী প্রশিক্ষন্দ্রের সহযোগিতায় পরিচালিত বেসিক কম্পিউটার ও আউট সোর্সিং বিষয়ে ২৬জন যুব নারী ও পুরুষকে কোর্স সমাপ্তির সনদ বিতরন করা হয়।