কুলাউড়ায় এএনএম ইউসুফের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:১৩,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
তারেক হাসান , কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ কুলাউড়া পৌর শাখার উদ্যোগে গত ৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় স্থানিয় পাবলিক লাইব্রেরীতে সাবেক জাতীয় নেতা, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্ঠা, বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এএনএম ইউসুফ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্টিত হয়।
সংগঠনের পৌর শাখার সভাপতি খন্দকার খালিছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক জাতীয় সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খাঁন।
বিশেষ অতিথি ছিলেন, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এএনএম আবেদ রাজা, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপাধ্যক্ষ আব্দুল হান্নান, লংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, কুলাউড়া জামায়াতে ইসলামীর আমীর আব্দুল বারী মাস্টার, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার আহবায়ক মাওঃ আসলাম রহমানী, শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদ, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি খোরশেদ উল্লাহ, অধ্যাপক এএনএম আলম, মবশ্বির আলী, মোঃ লাল মিয়া, শামছুল ইসলাম শামছু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভার শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক ওয়ারিছ উদ্দিন, জিবনি পাঠ করেন প্রভাষক জমশেদ খাঁন।
স্মরণ সভায় বক্তারা বলেন, এএনএম ইউসুফ রাজনীতির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ তাকে দেশের অন্যতম শিক্ষানুরাগীতে পরিনত করেছে। আজীবন মুসলিম লীগের রাজনীতি করলেও তিনি ছিলেন সকল ধর্মাবম্বির প্রিয় মানুষ।
সভাশেষে কুলাউড়ার সকল বরেন্য ব্যক্তিবর্গ মৃত্যু বরণ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের অন্যতম নেতা মাওঃ আব্দুস শহীদ।