কুমিল্লায় বাস চাপায় নারী নিহত
প্রকাশিত হয়েছে : ১১:০০:৫০,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
কুমিল্লার চান্দিনায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার অজ্ঞাত পরিচয় এক নারী যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় শিশুসহ দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার দোতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই আব্দুর রশিদ জানান, মাধাইয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা এশিয়া লাইনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হন। আহত হয় নিহতের শিশু কন্যা ও অটোরিকশার চালক। ঘটনার পরপর বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও নিহতের মৃতদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।