কুমিল্লায় পৃথক ঘটনায় গৃহবধূ ও তরুণী ধর্ষিত
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:২৪,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: কুমিল্লায় পৃথক ঘটনায় গৃহবধূ ও তরুণী ধর্ষিতকুমিল্লা, ০৬ জানুয়ারি, এবিনিউজ : কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ ও ১৬ বছরের এক তরুণী। মঙ্গলবার ধর্ষিতারা বাদী হয়ে বখাটে ধর্ষকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুটি মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনার শিকার তরুণী সোমবার রাত ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী ধোড়করায় ভাড়া বাসায় যাচ্ছিল। পথিমধ্যে তেলিগ্রামের খালি মাঠে শাকতলা গ্রামের আবুল কাশেমের ছেলে রনির (২২) নেতৃত্বে ৮ বখাটে তার ওপর হামলা করে। এক পর্যায়ে রনি ওই মেয়েকে ধর্ষণ করলে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশের নিকট ওই মেয়েকে হস্তান্তর করে স্থানীয়রা।
এ ব্যাপারে মঙ্গলবার ধর্ষিতা নিজে বাদী হয়ে বখাটে রনি ও আনোয়ারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬ জনের বিরুদ্ধে মামলা করে।
অপরদিকে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের এক সন্তানের জননী (২৮) দশদিন আগে স্বামীর বাড়িতে যাওয়ার পথে একই গ্রামের আবদুল মালেকের ছেলে বখাটে মিজান তাকে অপহরণ করে। এরপর তাকে ঢাকায় একটি ভাড়া বাসায় রেখে ১০ দিন ধরে ধর্ষণ শেষে মিজান পালিয়ে যায়। ধর্ষিতা সেখান থেকে কৌশলে ফিরে এসে সোমবার রাতে চৌদ্দগ্রাম থানায় মিজানের বিরুদ্ধে মামলা করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।