কুমিল্লার চৌদ্দগ্রামে বন্দুকযুদ্ধে শিবিরনেতা নিহত
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:৪২,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শাহাবুদ্দিন পাটোয়ারী (২৮) নামে ইসলামী ছাত্র শিবিরের এক নেতার মৃত্যু হয়েছে।
তবে কখন কোথায় কিভাবে বন্দুকযুদ্ধ হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
নিহত শাহাবুদ্দিন পাটোয়ারী (২৮) চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি। তার বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার চান্দিশকরা গ্রামে।
জানা গেছে, শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহীম অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ হাসপাতালে নিয়ে আসেন। তার মাথায় গুলির চিহ্ন ছিল।
পুলিশের উপর হামলার পর গোলাগুলিতে ওই শিবির নেতা নিহত হন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এসব তথ্য জানিয়েছেন।