কুমিল্লায় রেল দুর্ঘটনায় চাপাপড়াদের আর্তনাদ
প্রকাশিত হয়েছে : ৩:৪১:৪৩,অপরাহ্ন ১৭ মার্চ ২০২৪
চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কয়েকজন যাত্রী উল্টে যাওয়া বগির নিচে চাপা পড়েছেন। তারা বাঁচার আকুতি জানাচ্ছেন।

বগির নিচে চাপা পড়া এক যাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা। ছবি: সংগৃহীত
মো.আবদুল্লা আল আমীন
রোববার (১৭ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বগি লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রেল দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজন যাত্রী চাপা পড়েছে। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করছে।