কুমারগাঁওয়ে পিকআপভ্যান চাপায় অটোযাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ৬:৫২:০৫,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট-সুনামগঞ্জ সড়কে কুমারগাঁও বাস স্ট্যান্ডে পিকআপভ্যানের চাপায় অটোযাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সকাল ১১টায় দিকে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সোনাফর আলী। তিনি সদর উপজেলার কালারুখা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টায় দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে টুকেরবাজারগামী একটি পিকআপভ্যান সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে (সিলেট-থ-১১-৮২৫৯) চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সোনাফর আলী মারা যান।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।