কুচকাওয়াজ পরিদর্শনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫:৫৩:২০,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মহান বিজয় দিবস উদযাপনে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্রবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরস্থ জাতীয় প্যারেড স্কয়ারে এ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শনে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী । এ সময় রাষ্ট্রপতিকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে অভিবাদন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন- বিরোধী দলের নেতা রওশন এরশাদসহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী, সরকারি-বেসরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।