কিস্তিতে হজের নিবন্ধন ফি পরিশোধের প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায়
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:৩১,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন ফি পুননির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী এক-তৃতীয়াংশ টাকা পরিশোধ করেই হজের নিবন্ধন করতে পারবেন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষিত প্যাকেজের হজযাত্রীরা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
তিনি জানান, আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজের বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।
সৌদি সরকারের ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার কয়েক মাস এগিয়ে গত ৮ ডিসেম্বর হজ ‘প্যাকেজ-২০১৫’ অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ হবে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। অপরদিকে সাশ্রয়ী প্যাকেজ-২ এর মাধ্যমে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা খরচ হবে। তবে দুটি প্যাকেজেই কোরবানির জন্য আলাদা ১০ হাজার ৫০০ টাকা (৫০০ রিয়াল) নিতে হবে।
পরিবর্তিত হজ ব্যবস্থাপনায় ওই সময়ের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা জমা দিয়ে নিবন্ধন করার কথা বলা হয়। নিবন্ধনের সর্বশেষ সময় ৫ ফেব্রুয়ারি। অবশিষ্ট টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে ৯১ হাজার ৭৫৮ জনের হজ পালন করার সুযোগ রয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।
অন্যদিকে, নিবন্ধন ছাড়া যুব সংগঠন করলে শাস্তির বিধান রেখে ‘যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালন) আইন, ২০১৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
যুব সংগঠনগুলোর নিবন্ধন পরিচালনার প্রয়োজনে এ খসড়া অনুমোদন দেয়া হয়। আইনের খসড়ায় জাতীয় যুব কাউন্সিল গঠনে বিধান রাখা হয়েছে। আর নিবন্ধন ছাড়া কেউ যুব সংগঠন করলে তার বিরুদ্ধে শাস্তিরও বিধান রাখা হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।