কিশোরগঞ্জ থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিতে পারেন খালেদা
প্রকাশিত হয়েছে : ৩:২২:০২,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: দীর্ঘ ১৪বছর পর কিশোরগঞ্জে আসছেন খালেদা জিয়া। সেখানে জনসভা থেকেই তিনি চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক।
সোমবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে ড. এম ওসমান ফারুক একটি লিখিত বক্তব্যে বলেন, আগামী ১২ নভেম্বর জনসভার মধ্যে দিয়ে চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারেন খালেদা জিয়া। এছাড়া কিশোরগঞ্জে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে এটি।
জনসভাকে সফল করতে প্রশাসনসহ সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জনসভা সমন্বয় কমিটির আহ্বায়ক শরীফুল আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক-সহ ২০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার জনসভা উপলক্ষে গত ১৫ দিন ধরে সারা জেলায় প্রচার প্রচারণায় মূখর ছিল কিশোরগঞ্জের বিএনপি ও তার সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ।