কিশোরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২৫
প্রকাশিত হয়েছে : ৭:২৪:৩৯,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: জেলার কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৩জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার আগরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার আব্দুল মান্নানের স্ত্রী ওমেদা বেগম (৫২), দুলাল হোসেনের ছেলে জসিম উদ্দিন (৬০) ও একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান খান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১টার দিকে একটি রির্জাভ বাস ৫০জন যাত্রী নিয়ে নান্দাইল থেকে হবিগঞ্জের শাহ্ সুলতানশ্রী মাজারে যাচ্ছিল। কুলিয়ারচর আগরপুর বাসস্ট্যান্ডের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও আহত হয় আরও অন্তত ২৫ যাত্রী। গুরুতর আহত আট জনকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে অথবা হেলপার বাসটি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ওসি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে আজ শনিবার সকাল ১০টা থেকে বাসটি উদ্ধারকাজ চলছে বলে স্থানীয় কয়েকজন জানান।