কিলিং স্কোয়ার্ডের মাধ্যমে সরকার নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:১৯,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলা জাগপার কর্মীসভায় সরকারের বিরুদ্ধে হুসিয়ারি উচ্চারন করে বলেন, মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী ও কামারুজ্জামানের উপর কিলিং স্কোয়ার্ডের মাধ্যমে জামায়াতের ত্যাগী নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে। সভায় সরকারের এ ধরনের অপতৎপরতার তীব্র সমালোচনা করে আরো বলেন, ১৯৭১সালে ৭কোটি মানুষ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবকে সংখ্যাগরিষ্ঠদলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানী গণতন্ত্র বিরোধী শক্তি আমাদের স্বাধীনতা মেনে নিতে পারেনি। গতকাল সোমবার বিকেলে উপজেলা জাগপার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইকবাল আহমদ সেলিমের সঞ্চালনায় স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বকুল উপরোক্ত কথা বলেন। বক্তব্য রাখেন, জাগপা ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাচ্চু, জাগপা নেতা সুহেল আহমদ চৌধুরী মুকুল, যুব জাগপা নেতা আবু সালেহ, জেলা জাগপা নেতা আব্দুল খালিক, সুমন দাস, গোলাম হোসেন, লালু মিয়া, হুমায়ূন কবির, সুহেল আহমদ প্রমুখ।