কিবরিয়া হত্যা মামলা : মেয়র আরিফুল হকসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
প্রকাশিত হয়েছে : ২:৫২:১৮,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০১৪
সিলেট: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিসিক মেয়র আরিফুল হক ও হারিছ চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়েছে।
এছাড়াও হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছকে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরুন নেছা হবিগঞ্জ সদর আদালতের বিচারক রোকেয়া খাতুনের আদালতে এ সম্পূরক এ চার্জশিট দাখিল করেন।
সংবাদ মাধ্যমকে মেহেরুন নেছা জানান, এ মামলায় আমরা ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছি। এর মধ্যে ১১ জন নতুন অন্তর্ভূক্ত হয়েছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া খুন হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুল মজিদ খান বাদী হয়ে মামলা দায়ের করেন। সিআইডি’র তৎকালীন কর্মকর্তা রফিকুল ইসলাম এ ঘটনায় মুফতি হান্নানসহ ১১ হরকাতুল জিহাদ ক্যাডারকে অভিযুক্ত করেন। মুফতি হান্নান ছাড়া অন্যরা হলেন মাওলানা তাজ উদ্দিন, মিজান, মিঠু, আবু জান্দাল, মুহিবুল্লাহ অভি, শরীফ শাহেদুল আলম বিপুল, নাঈম আহমেদ আরিফ ওরফে হিমু, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই ও আহসানুল্লাহ কাজল। এর মধ্যে কাজল ২০০৬ সালে ভারতে মারা গেছে। মুফতি আব্দুল হাই ও তাজ উদ্দিন বর্তমানে পলাতক রয়েছে, বাকিরা কারাগারে আটক রয়েছে।