কিং খানের নায়িকা হিসেবে মহিরার অভিষেক
প্রকাশিত হয়েছে : ৬:০২:৪০,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: কিং খান শাহরুখের নায়িকা হতে বর্তমান সময়ের বলিউড অভিনেত্রীরা সবসময় মুখিয়ে থাকেন।তবে সবার সাথে অভিনয়ে জোড় বাঁধার সময় হয়না বলিউড বাদশার। আর সেখানেই যদি নবাগত কারো সাথে জুটি বাঁধেন শাহরুখ তাহলে তো সেটা হবে কল্পনাতীত।
সেই কল্পনাতীত বিষয়টি বাস্তবে ধরা দিয়েছে পাক সুন্দরী মহিরার হাতে। ‘পারজানিয়া’ খ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়ার ‘রইস’ এর নায়ক হচ্ছেন শাহরুখ। খবরটি ইতিমধ্যেই সকলের জানা। আর এই ছবিতেই নায়িকার ভূমিকায় থাকতে চলেছেন মহিরা।
ইনিংসের শুরুতেই কিস্তিমাত। মাহিরার ভাগ্য নিয়ে হিংসা করতেই পারেন বলিউডের নায়িকারা। একদিকে শুরুতেই যেমন তাঁর হিরো বলিউড বাদশা, অন্যদিকে, মাহিরার ছবি প্রযোজনা করছে ফারহান আখতার-রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেনমেন্ট। আর এতেই বুঝা যাচ্ছে বলিউডে অভিষেকটা বেশ আলোড়িত হতে চলেছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের।
এর আগে পাকিস্তানের ছোট পর্দায় অভিনেত্রী হিসেবেই সেদেশে পরিচিতি তার। কিন্তু রাতারাতি শাহরুখের ছবিতে সুযোগ পেয়ে যাওয়ার এক ধাক্কায় জীবনটা অনেকখানি বদলে গেছের মহিরার।
সিনেমায় তিনি এই প্রথম নন। করাচির বাসিন্দা এই পাক অভিনেত্রীকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১১ সালে। শোয়েব মানসুরের বহুল প্রশংসিত সিনেমা ‘বোল’-এ প্রোটোগনিস্টের চরিত্রে ছিলেন তিনি।
শাহরুখ এখন ব্যস্ত যশরাজের ব্যানারে তাঁর নতুন ছবি ‘ফ্যান’-এর শ্যুটিং নিয়ে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তিনি ‘রাইস’-এর কাজ শুরু করতে পারবেন বলে মনে করা হচ্ছে।