কাশ্মিরে একে ৪৭ রাইফেল নিয়ে উধাও মন্ত্রীর নিরাপত্তা রক্ষী, সতর্কতা জারি
প্রকাশিত হয়েছে : ২:১৮:৫৯,অপরাহ্ন ২৯ মার্চ ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: জম্মু-কাশ্মিরে এক মন্ত্রীর নিরাপত্তারক্ষী স্বয়ংক্রিয় একে ৪৭ রাইফেল নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় গোটা কাশ্মির জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
রাজ্যের গণপূর্ত মন্ত্রী ও পিডিপি দলের সিনিয়র নেতা সৈয়দ আলতাফ বুখারীর নিরাপত্তা রক্ষী দু’টি একে ৪৭ রাইফেল নিয়ে উধাও হয়ে গেছে। মন্ত্রীর নিরাপত্তা রক্ষী হিসেবে তাকে মাত্র ১২ দিন আগে নিযুক্ত করা হয়।
এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো এলাকায় সমস্ত নিরাপত্তা শিবির, পুলিশ চৌকি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই নিরাপত্তা রক্ষীকে পাকড়াও করতে পুলিশের বিশেষ দল গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একে ৪৭ রাইফেল নিয়ে পালিয়ে যাওয়া ওই নিরাপত্তা রক্ষীর নাম নাসির আহমদ পণ্ডিত। দক্ষিণ কাশ্মিরের করিমাবাদের (পুলওয়ামা) বাসিন্দা নাসির রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী (জেকেপি) ১১তম বাহিনীতে কর্মরত ছিল। নাসির আহমদ শুক্রবার রাত ১১টায় আকস্মিকভাবে গার্ডরুম থেকে দু’টি একে ৪৭ রাইফেল নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। ওই নিরাপত্তা রক্ষী লালচক থেকে মাত্র ১০০ মিটার দূরে শেখবাগ এলাকায় মন্ত্রীর বাড়িতে নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিল।
অন্য একটি খবরে জানা গেছে, পলাতক নিরাপত্তা রক্ষী নিসার আহমদ পণ্ডিতের এক সহকর্মী নামাজ পড়ার জন্য গিয়েছিলেন। সেই সময় তিনি তার একে ৪৭ রাইফেলটি নিসার আহমদ পন্ডিতের কাছে রেখে যান। এই সময় নিসার নিজের এবং তার সহকর্মীর রাইফেল নিয়ে পালিয়ে গেছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পলাতক নিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে গ্রেফতারের জন্য ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।’