কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ৯:০৬:৪০,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটককালীগঞ্জ (ঝিনাইদহ), ১৮ ডিসেম্বর, এবিনিউজ : ঝিনাইদহ র্যাব কালীগঞ্জে অভিযান চালিয়ে ১২৬ বোতল ফেনসিডিলসহ খোকন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার সকালে উপজেলার পাতিবিলা বটতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই আশরাফ উদ্দীন জানান, ঝিনাইদহ র্যাব অভিযান চালিয়ে ১২৬ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আব্দুল করিমের ছেলে খোকন কে আটক করে। সোমবার দুপুরে র্যাব বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক খোকনকে গতকাল বুধবার বিকেলে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।