কালাইয়ে অবরোধ কর্মসূচির ৩য় দিন অতিবাহিত
প্রকাশিত হয়েছে : ১১:৩০:৫৪,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ৩য় দিন আজ বৃহস্পতিবারে নেতাকর্মীরা জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাস্তায় ট্ায়ার জ¦ালিয়ে পিকেটিং, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল শেষে আব্দুস সামাদ মাস্টারের সভাপত্বিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, আনিছুর রহমান তালুকদার, আব্দুস সবুর,মোজাহিদুল ইসলাম রাজু, আব্দুল মতিন সরকার,শামীম তালুকদার, আব্দুর রহমান, কাফি, লিটন তালুকদার মাও. মোজ্জাফর হোসেন প্রমুখ।