কালজয়ী বাংলা গানের স্রষ্টা গোবিন্দ অসুস্থ
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৩৩,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্য এক অনন্য ইতিহাস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বিজয়। বাংলাদেশ আজ বিজয়ের ৪৩ বছরে এসে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের সময় যেমন অস্ত্রের প্রয়োজন ছিল তেমনি মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করার জন্য ছিল জাগরণমূলক গান, প্রেরণামূলক গান।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটি শুনে অনুপ্রাণিত হয়েছিলেন অনেক মুক্তিযোদ্ধা। আর বিজয়ের মাসে এই কালজয়ী গানের স্রষ্টা, গীতিকার গোবিন্দ হালদার গুরুতর অসুস্থ হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার মানিকতলার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
কিডনির অসুস্থতা নিয়ে ১৩ ডিসেম্বর তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা রয়েছে। আর্থিক অনটনের কারণে চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছে না পরিবার।
তার মেয়ে গোপা হালদার জানান, ‘বাবার ওষুধ, বেড ভাড়া, সব মিলিয়ে প্রতিদিন চিকিৎসাবাবদ যে খরচ আর্থিক সঙ্কটের কারণে সেই খরচ বহন করা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।’
বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার যদি বিষয়টি মানবিক দিক থেকে দেখে এবং বাবার ব্যয়বহুল চিকিৎসার দায়িত্ব নেয়, তাহলে খুবই ভাল হয়।’
১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন গোবিন্দ হালদার। কিন্তু চাকরি সূত্রে প্রায় পঞ্চাশ বছর আগে কোলকাতায় পাড়ি জমিয়েছিলেন তিনি। বর্তমানে কোলকাতার বাগুইহাটিতে বসবাস করছেন।
মুক্তিযুদ্ধকালে তাঁর লেখা সাড়াজাগানো মুক্তিযুদ্ধের গানের মধ্যে রয়েছে ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ উল্লেখযোগ্য।