‘কার কত হেডম দেখব’
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:৪২,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘কার কত হেডম (হিম্মত) ৫ তারিখে দেখব।’
সরকার পতনে বিএনপির আন্দোলনের হুমকির পরিপ্রেক্ষিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেল শিশু সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগকে ইতিহাস ও বিজয়ের সংগঠন দাবি করে বিএনপিকে লক্ষ্য করে নেতাকর্মীদের মায়া বলেন, ‘জানুয়ারির ৫ তারিখে রাজধানীর যেখানে দুষ্কৃৃতিকারীদের দেখবেন, যাকেই পাবেন, সেখানেই ধরে এমন মিষ্টি খাইয়ে দিবেন, যেন জীবনে আর কোনো দিন তারা মিষ্টি খেতে না চায়।’
মায়া আরো বলেন, ‘৫ তারিখে নিজেই লুঙ্গি পইড়া মাঠে নামব। সেদিন দেখবো কার কত হেডম আছে।’