কারাগারে যেমন আছেন রুবেল
প্রকাশিত হয়েছে : ১০:০১:০৭,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: জাতীয় দলের পেসার রুবেল হোসেন এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের চার দেয়ালে বন্দী। অনিশ্চিত তার বিশ্বকাপ খেলা। কেন্দ্রীয় কারাগারের ৭ নম্বর সেলে আর দশজন সাধারণ কয়েদির মতোই দিন কাটছে বিশ্বকাপ খেলা এই ক্রিকেটারের।
গত ৪৮ ঘণ্টায় পরিবারের সদস্যরা ছাড়া জাতীয় দলের ক্রিকেটার বা বোর্ড সংশ্লিষ্ট কেউই তাকে দেখতে যাননি। তবে জেলের অন্যান্য বন্দীরা রুবেলের জেলে যাওয়ার খবর শুনেই ভিড় জমান তার সেলের সামনে। অনেকে আবার ছুটে যান তার সঙ্গে হাত মেলাতে। অনেকই আবার তার খোঁজ খবর নিতে ব্যস্ত হয়ে যান।
সিনিয়র জেল সুপার ফরমান আলী শুক্রবার বিকেলে জানান, ৮/১০ জন সাধারণ কয়েদির মতোই রুবেলকেও জেলে রাখা হয়েছে। তিনি কারাগারের বিশেষ সুবিধার আওতায় পড়েন না। তাকে ৭ নম্বর সেলে সাধারণ কয়েদিদের সঙ্গেই রাখা হয়েছে।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রুবেলের বাবা-মা তার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তারা কিছু ফল ও শুকনো খাবার নিয়ে আসেন। তবে আজ (শুক্রবার) বিকেল পর্যন্ত তার সঙ্গে দেখা করতে কেউ আসেনি।’
কারাগারের বিশ্বস্ত সূত্রে জানা যায়, রুবেল কারাগারে বেশ বিমর্ষ অবস্থায় রয়েছেন। কারো সঙ্গে তেমন কথা বলছেন না।
এদিকে রুবেলের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করণীয় জানতে চাইলে বোর্ডে প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘যেহেতু বিষয়টা আদালতের, তাই এখানে আমাদের করার কিছুই নেই। কারও ব্যক্তিগত স্পর্শকাতর বিষয়ে বিসিবির কী করার আছে? তার (রুবেল) বিষয়ে বিসিবিতে আলোচনা হবে। তারপর একটা সিদ্ধান্ত নেয়া হবে।’
রুবেল জামিন না পেলে কী করা হবে এমন প্রশ্নের জবাবে বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘রুবেলের বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নেবে। বিসিবি সিদ্ধান্ত নিলেই আমরা বিকল্প চিন্তা করবো। আসলে এ বিষয়ে নির্বাচকদের তো তেমন কিছুই করার নেই। বিষয়টা পুরোপুরি বিসিবির।’
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর গত ১৫ ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট রুবেলকে চার সপ্তাহের জামিন দেন। এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয় ওই আদেশে। এরপর গতকাল নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন রুবেল। আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়ে দেন জাতীয় দলের এই ক্রিকেটারকে।