কারাগারে যেভাবে কাটছে মির্জা ফখরুলের সময়
প্রকাশিত হয়েছে : ১:৩১:৩২,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় রিমান্ড শেষে কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। মঙ্গলবার তাকে একটি প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারের পার্ট-২-তে নেয়া হয়। কারাগারে বইপত্র পেপার পত্রিকা পড়ে, নামাজ কালাম আদায় করে সময় কাটছে তার।
কারাগার সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশিমপুর পার্ট-২ কারাগারে নিয়ে আসার পর মির্জা ফখরুলকে জেল কোড অনুসারে ডিভিশন দেয়া হয়েছে। এর আগে বেলা ৩টার দিকে ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
কারাগারে তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখার সুযোগ পান। এছাড়াও তিনি যে কোনো একটি জাতীয় পত্রিকা পড়ার সুযোগ পেয়ে থাকেন। কারাগারের দেয়া খাবার খান তিনি। তবে পরিবারের সদস্যরা তার জন্য কারাগারের প্রিজন ক্যান্টিনে টাকা জমা করেছেন। ওই টাকা দিয়ে তিনি প্রয়োজন মত পছন্দের খাবার কিনে খেয়ে থাকেন।
জানতে চাইলে কাশিমপুর কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, জেল কোড অনুসারে তাকে ডিভিশন দেয়া হয়েছে। কারাগারে তিনি ভালোই আছেন। গত ১০ দিনের মধ্যে পরিবারের কোনো সদস্য কারাগারে তার সাথে দেখা করতে আসেনি।
গত পাঁচ জানুয়ারি মঙ্গলবার বিকাল চারটার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় নিয়ে যাওয়া হয়। তিনি এর আগে প্রায় ২৫ ঘণ্টা প্রেসক্লাবের ভেতরে অবরুদ্ধ ছিলেন।
তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের অভিযোগে অর্ধশতাধিক মামলা রয়েছে। গত চার জানুয়ারি রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় পাঁচটি ও মতিঝিল থানায় একটি মামলা হয়। এর সবগুলোতেই মির্জা ফখরুলকে আসামি করা হয়েছে।