কারাগারে ফখরুলের সঙ্গে স্ত্রীর সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ৬:১০:১৩,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ঢাকা কেন্দ্রীয় কারাগারে মির্জা ফখরুল আলমগীরের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। বুধবার আদালত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে কারাগারে পাঠানোর ঘণ্টাখানেকের মধ্যে রাহাত আরা সেখানে যান। মিনিট সাতেক তাদের মধ্যে কথা হয়।
মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের পর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন রাহাত আরা। কিন্তু রাজনীতিক স্বামীর দেখা পাননি তিনি। ফখরুলকে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়, তাকে ২৬ নম্বর সেলে রাখা হয়েছে বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।
৫ জানুয়ারিতে পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনৈতিক উত্তাপের মধ্যে জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। পরদিন বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে আদালতের মাধ্যমে কারাগারে যান তিনি।
ফখরুলের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ নানা অভিযোগে পুলিশের দায়ের করা অর্ধশতাধিক মামলা রয়েছে। এবার গাড়ি পোড়ানোর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছর দলীয় কার্যালয় থেকে গ্রেপ্তারের পর কয়েক মাস কারাগারে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ফখরুল।