কামালপুর সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:২৫:৪৫,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত থেকে ৯ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একদল চোরাকারবারী একটি বস্তাসহ সীমান্তের শাহী শাহাজ মাঠ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কামালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে ওই চোরাকারবারী দলটি ৯টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাগুলো উদ্ধারের পর তার ভিতরে ২২শ ৭৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
এ ব্যাপারে কামালপুর বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর সিদ্দিকী জানান, আটক ফেন্সিডিলগুলো নওগাঁ জেলাস্থ তাদের ৪৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে। এছাড়া শিবগঞ্জ থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে ৫’শ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে।