কামারুজ্জামান ইস্যুতে কঠোর নিরাপত্তা বেষ্টনিতে সিলেট
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:৩৮,অপরাহ্ন ১১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রায় কার্যকরকে কেন্দ্র করে সিলেট নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি, র্যাব ও পুলিশের সবকয়টি ইউনিট মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় এসএমপি পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি ‘ক্রাইসিস টিম’ করা হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে নগরী ও জেলার উপজেলা সদরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। নগরী ও উপজেলা সদরগুলোর বিভিন্ন পয়েন্টে তল্লাশির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ গণমাধ্যমকে জানান, মহানগরীতে দেড় সহস্রাধিক পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত রাখা হয়েছে। সেই সঙ্গে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় বেশ কয়েকটি ক্রাইসিস টিম গঠন করা হয়েছে। বাড়তি হিসেবে টহলে রয়েছে র্যাব-বিজিবি সদস্যরা।
সিলেট জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, উপজেলা সদরগুলোতে ১৩ শতাধিক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে শতাধিক রিজার্ভ ফোর্স নেওয়া হয়েছে। পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে। এক কথায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, মহানগর এলাকায় নিরাপত্তায় তিন প্লাটুন বিজিবি দেওয়া হয়েছে। তবে উপজেলা সদরগুলোতে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা প্রয়োজন অনুপাতে বিজিবি সদস্য তলব করবেন।