কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সাক্ষাত
প্রকাশিত হয়েছে : ৯:৪১:১৮,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার আধা ঘন্টার সাক্ষাৎ শেষে সকাল ১১টা ৫মিনিটে কারাগার থেকে বের হন কামারুজ্জামানের পরিবার। এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে তার স্ত্রীসহ পরিবারের আট সদস্য কারাগারে যান।
সাক্ষাত শেষে পরিবারের সদস্যরা কারাগার গেটে অপেক্ষমান সাংবাদিকদের জানান, কামারুজ্জামানের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে রিভিউ আবেদন করবে তার আইনজীবীরা। এসময় আইনজীবী শিশির মনির অভিযোগ করেন, ‘কামারুজ্জামানের পরিবারকে পুলিশ হয়রানি করছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে তার রাজধানীর বাসায় এবং গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানের নামে হয়রানি করে যাচ্ছে। এ কারণে তার ছেলেরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করতে পারছে না।’