কামারুজ্জামানের রিভিউ শুনানি শেষ, আদেশ কাল
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:৩৬,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদনের আদেশ সোমবার ধার্য করেছেন আদালত।
শুনানি শেষে রোববার বেলা সাড়ে ১২ টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
রোববার সকাল পৌনে ১০টায় এ শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
আদালতে আসামিপক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।