কামারুজ্জামানের রিভিউ শুনানি ৫ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ৫:৪২:৪৩,অপরাহ্ন ০১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ শুনানির জন্য আগামী ৫ এপ্রিল দিন নির্ধারণ করেছেন সুপ্রিমকোর্ট আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন নির্ধারণীর আদেশ দেন।
এসময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অপরদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন তুহিন।
এর আগে গতকাল মঙ্গলবার কামারুজ্জামানের রিভিউ আবেদন শুনানি ৪ সপ্তাহ সময় চেয়ে একটি আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। মূলত আসামমিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শারীরিকভাবে অসুস্থ্য থাকায় রিভিউ শুনানির জন্য এ আবেদন করা হয়।
পরে আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য আগামী ৫ এপ্রিল নতুন দিন নির্ধারণীর আদেশ দেন।