কামারুজ্জামানের ছেলের চ্যালেঞ্জ
প্রকাশিত হয়েছে : ১০:২৬:৫৬,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: শেরপুরের সোহাগপুরের ঘটনার সাথে মানবতাবিরোধী অপরাধের দায়ে সুপ্রিমকোর্টে দন্ড প্রপ্ত কামারুজ্জামানের কোন সম্পর্ক নাই বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার ছেলে হাসান ইকবাল।
সোমবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কামারুজ্জামানকে নির্দোষ দাবি করে চ্যালেঞ্জ ঘোষণা করেন তার ছেলে। ওই সময় তিনি বলেন, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায় ন্যায়ভস্ট্র।
এ সময় কামারুজ্জামানের স্ত্রী, পাঁচ ছেলে এক মেয়ে, কামারুজ্জামানের ভাই ও শ্যালক উপস্থিত ছিলেন।
হাসান ইকবাল বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। সোহাগপুরের ঘটনার সাথে আমার বাবার দূরতম সম্পর্ক নাই। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
সংবাদ সম্মেলনে হাসান ইকবাল বলেন, আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। অন্যয়ভাবে সাজানো অভিযোগে তাকে ফাসিঁর দণ্ড দেয়া হয়েছে। আমার বাবা কখনো সোহাগপুরে যাননি। এমনকি রাষ্ট্রপক্ষের দাখিল করা ফর্মাল চার্জেও সোহাগপুর গণহত্যার সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন মর্মে কোন অভিযোগ নাই।
তিনি বলেন, এই মামলায় মূল সাক্ষীর তালিকায় ৪৬ জনের নাম ছিল। তাদেগর মধ্যে ১০ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার পর নতুন করে তিনজন মহিলাকে অতিরিক্ত সাক্ষী করে তাদের মাধ্যমে এসব অভিযোগে আনা হয়েছে।
হাসান ইকবাল বলেন, স্বাধীনতার সময় সাক্ষীরা আমার বাবাকে চিনতেনও না। তাদের কথায় আমার বাবার বিরুদ্ধে রায় হয়েছে। এই রায় ন্যায় ভ্রস্ট।
তিনি বলেন, ২০১১ সালে সোহাগপুরের গণহত্যা নিয়ে সাংবাদিক মামুন-উর রশিদ উক্ত এলাকা পরিদর্শন করে সোহাগপুরের বিধবা কন্যারা’ নামে একটি বই প্রকাশ করেন। সেখানে অনেক সাক্ষীর সাক্ষাৎকার আছে। তাতে কেউ একবারের জন্যও বলেনি যে আমার বাবা এ ঘটনায় যুক্ত ছিলেন।
এ ছাড়া মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদারের ২০১১ সালের অনুপম প্রকাশনী ‘মুক্তিযুদ্ধে নালিতাবাড়ী’ বইতেও আমার বাবার সম্পৃক্ততার কথা বলা হয়নি।
সম্পূর্ণ রাজনৈতিক কারনে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় আমার বাবাকে জড়ানো হয়েছে।
রিভ্যিউ আবেদনের সুযোগ দিলে তার পিতা খালাস পাবেন বলে আশা করেন।