কাফন পরে মাঠে নামবে চলচ্চিত্রকর্মীরা
প্রকাশিত হয়েছে : ৫:২৮:১৮,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: বাংলাদেশে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদে কাফনের কাপড় পরে মাঠে নামার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট’।
বিএফডিসিতে মঙ্গলবার দুপুরে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবিতে আয়োজিত মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র ঐক্যজোটের নেতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমরা আমাদের প্রথম কর্মসূচি নিয়ে বুধবার কাফনের কাপড় পরে মাঠে নামব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি আমার সঙ্গে না থাকে আমি আপনাদের কথা দিচ্ছি, আমি একা প্রধানমন্ত্রীর দরজায় গিয়ে শুয়ে থাকব। তখন আপনারা আমার সঙ্গে না গিয়ে পারবেন না।’
চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বুধবার দুপুর ১২টায় এফডিসি থেকে কাফনের কাপড় পরে রাস্তায় নামবেন চলচ্চিত্রকর্মীরা’। সংবাদ সম্মেলন শেষে এফডিসির মূল ফটকের সামনে চলচ্চিত্র ঐক্যজোটের নেতা কর্মীরা মানববন্ধন করেন।