কানাইঘাটে নৌকা ও মোটর সাইকেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
প্রকাশিত হয়েছে : ৪:১৭:৪৬,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: সিলেটের কানাইঘাটে মনসুরিয়া কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে নৌকা ও মোটর সাইকেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা ২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় একজন পোলিং অফিসারসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। এসময় প্রাথমিক ভাবে প্রায় এক ঘণ্টা ভোট বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে মনসুরিয়া কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে আসেন নৌকা প্রতীকের প্রার্থী মুমিন চৌধুরী। এসময় তাঁর সাথের ছিলেন একাধিক কর্মী-সমর্থক। ভোট কেন্দ্রে প্রবেশ করে মুমিন চৌধুরী ভোটে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রিসাইডিং অফিসারের সাথে খারাপ আচরণ করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। এতে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মুস্তাক আহমদ পলাশের এজেন্টরা প্রতিবাদ করলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এসময় মুমিন চৌধুরীর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভোট কেন্দ্রে এসে হামলা চালা। এসময় ভাংচুর করা হয় ভোট কেন্দ্রের দরজা জানালা। পরে র্যাব পুলিশের অতিরিক্ত সদস্যরা এসে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আহত হন অন্তত ৫ জন।শেষ খবর পাওয়া পর্যন্ত এ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।