কানাইঘাটে ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১:৫২:১৯,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: গত ১৯ ফেব্রুয়ারী সিলেটের কানাইঘাট উপজেলার লালারচক গ্রামের সৌদি প্রবাসী রফিক আহমদের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনার মূল হুতা একাধিক মামলার আসামী কুখ্যাত ডাকাত নুর আহমদ (৩০) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি ঘটনার পর থেকে পলাতক লালারচক গ্রামের মৃত জালাল আহমদের পুত্র ডাকাত নুর আহমদকে বুধবার দুপুর ১২টার দিকে রামপুর গ্রামের স্টীল ব্রীজের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন প্রবাসির স্ত্রীর দায়েরকৃত ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই তাপস চন্দ্র রায় সহ একদল পুলিশ।
থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম জানিয়েছেন গত ১৯ ফেব্রুয়ারী প্রবাসী রফিক আহমদের বাড়ীতে ডাকাতির ঘটনার মূল নেতৃত্ব দেয় গ্রেফতারকৃত নুর আহমদ। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় ডাকাতি, মাদকদ্রব্য, জাল টাকার বেশ কয়েকটি মামলা রয়েছে। তার স্বীকারোক্তি মূলক জবানবন্দির সূত্র ধরে পুলিশ গতকাল বুধবার গ্রেফতারকৃত নুর আহমদের বাড়ী থেকে দু’টি ধারালো দা উদ্ধার করেছে।