কানাইঘাটে আ.লীগ ও ‘বিদ্রোহী’ সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া
প্রকাশিত হয়েছে : ১১:১৪:২৮,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুমিন চৌধুরী ও আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মস্তাক আহমদ পলাশ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৪টায় উপজেলার সাতবাঁক ইউপির লোভারমুখ বাজারে এ ঘটনাটি ঘটেছে। সংবাদ পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুমিন চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে লোভারমুখ বাজারে বিকেল ৪টার দিকে নৌকা মার্কার সমর্থকরা পথসভার প্রস্তুতি নিলে পাল্টা বাজারে আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের মোটর সাইকেল মার্কার সমর্থনে তার কর্মী সমর্থকরা নির্বাচনী পথসভার প্রস্তুতি নেয়। এতে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে বাজারে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় লোভারমুখ বাজারে অবস্থিত নৌকা মার্কার নির্বাচনী অফিসে হামলা করেন মোটর সাইকেলের কর্মী সমর্থকরা। পাল্টা বাজারে নৌকার সমর্থকরা জড়ো হয়ে মহড়া দেন।একপর্যায়ে থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
এদিকে নৌকা মার্কার অফিসে হামলার ঘটনায় বাজারে কয়েক দফা মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হামলার ঘটনা নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে। নৌকা সমর্থকদের অভিযোগ তাদের পূর্ব নির্ধারিত নির্বাচনী পথসভার প্রস্তুতিকালে মোটর সাইকেল মার্কার সমর্থক স্থানীয় ইউপি সদস্য শায়িক আহমদ লোভারমুখ বাজারে নৌকার কোন নির্বাচনী পথসভা ও মিছিল করতে দেয়া হবে না বলে তার লোকজন নিয়ে নৌকার নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিল ভাংচুর করেন।
তাদের অভিযোগ এলাকায় নৌকার প্রার্থী মুমিন চৌধুরীর জনপ্রিয়তা দেখে মোটর সাইকেল মার্কার সমর্থকরা এলাকায় নানাভাবে উসকানিমূলক তৎপরতা চালিয়ে নির্বাচনী পরিবেশকে অশান্ত ও আঞ্চলিকতার আওয়াজ তুলে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
অপরদিকে মোটর সাইকেল মার্কার কর্মী সমর্থকরা জানিয়েছেন, নৌকার সমর্থকরা বাজারে তাদের পূর্ব নির্ধারিত মোটর সাইকেলের নির্বাচনী পথসভা বানচাল করার জন্য নৌকার কার্যালয়ের সামনে পথসভার আয়োজন করে এবং বাজারে দফায় দফায় মহড়া দেয়। তারা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মস্তাক আহমদ পলাশের বিরুদ্ধে অপপ্রচার করে এলাকার ভোটারদের মধ্যে ভয়ভীতি প্রদর্শনে লিপ্ত রয়েছে বলে তাদের অভিযোগ।
এ ব্যপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানিয়েছেন, লোভারমুখ বাজারে পথসভা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত পুলিশ সেখানে গিয়ে নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে বলে তিনি জানান।