কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১:৪৮:৫৬,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানাইঘাটের গাছবাড়ী এলাকার বাখাইরপার গ্রামে এই সংঘর্ষ হয়।সংঘর্ষে নিহত মো. আমির উদ্দিন কানাইঘাট উপজেলার ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপির বাখাইরপার গ্রামের মৃত মকরব আলীর পুত্র।
এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য ও এজমালী সম্পত্তির দখল এবং জল-মহালের টাকার হিসাব-নিকাশ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গোয়ালজুর গ্রামের আব্দুল লতিফ ও ফখরচটি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় আব্দুল জলিলদের হামলায় আব্দুল লতিফ পক্ষের আমির উদ্দিন (৫০) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সংঘর্ষে আরো অনেকে আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে কানাইঘাট থানার একদল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহত আমির উদ্দিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।