কাদের সিদ্দিকির মঞ্চ তুলে নিয়ে গেল পুলিশ
প্রকাশিত হয়েছে : ৮:৪১:২৫,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
লাগাতার অবরোধ প্রত্যাহার ও দুই নেত্রীকে আলোচনায় বসার দাবিতে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির জন্য তৈরি মঞ্চ তুলে নিয়ে গেছে পুলিশ।
আজ দুপুরে কাদের সিদ্দিকী যখন জুমার নামাজ আদায় করতে যান তখন পুলিশ মঞ্চটি তুলে দেয়। এর আগে লাগাতার অবরোধ প্রত্যাহার ও দুই নেত্রীকে আলোচনায় বসার দাবিতে কাদের সিদ্দিকী বীর উত্তম গত ২৮শে জানুয়ারি থেকে মতিঝিলে নিজ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
জানা যায়, দুপুরে মতিঝিল থানা থেকে একদল পুলিশ সদস্য কাদের সিদ্দিকীর অবস্থান মঞ্চের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে তারা মঞ্চ ভেঙে দিয়ে তা নিজেদের পিকআপ ভ্যানে করে তুলে নিয়ে যায়।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।