কাদের মোল্লার প্রথম শাহাদত বার্ষিকী : মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৯:৩১:১১,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
মৌলভীবাজার প্রতিনিধি::
জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বন্ধ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, নেতৃবৃন্দের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে আজ সকাল সাড়ে ১০টায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর শাখা। কেন্দ্রীয় জামায়াত ঘোষিত দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। পৌর আমীর ইয়ামীর আলীর নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আহমদ ফারুক, হাফেজ তাজুল ইসলাম ও শহর শিবিরের সভাপতি মু. ফখরুল ইসলাম প্রমূখ।