কাজাকিস্তানে ঘুমপাড়ানি গ্রাম
প্রকাশিত হয়েছে : ১১:১৬:০১,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
বিচিএ ডেস্ক :: দু বছর ধরে বিচিত্র এক রোগে ভুগছেন কাজাকিস্তানের কালাচি গ্রামের বাসিন্দারা। কথা নেই বার্তা নেই হঠাৎ করেই রহস্যময় ঘুমের জগতে তলিয়ে যান গ্রামের লোকজন।
এরপর তারা কেবল ঘুমোতেই থাকেন। কানের কাছে হাজারটা ঢোল ডগর বাজালেও তাদের নিদ্রা ভাঙে না। কয়েক দিন ধরে একটানা ঘুমোতে থাকেন।
একজন বা দুজন নয়। গ্রামটির শতাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।কয়েকজন তো একাধিকবার এতে আক্রান্ত হয়েছেন। আর যারা এভাবে ঘুমিয়ে পড়েন তাদের অনেকেই স্মৃতি হারিয়ে ফেলেছেন। কেউ কেউ আবার ঘুমের মধ্যে অবাস্তব ঘটনাবলী দেখার অভিযোগ করেছেন। এই রহস্যময় ঘুম রোগটির কারণেই এই গ্রামের নাম দেয়া হয়েছে ‘স্লিপি হলো’ বা ‘ঘুমপাড়ানি গুহা’। তাই বুঝি গ্রামের অর্ধেকেরও বেশি মানুষ এখন অন্যত্র গিয়ে বসবাসের চিন্তা করছে।
এই রোগে আক্রান্ত হয়েছিল কালাচি গ্রামের বাসিন্দা ইগোর সামুসেনকো’র ছোট ছেলেটি। রাশিয়া টুডে পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন,‘বাচ্চাটা তখন কেবল ঘুমাতো। সে চোখ মেলার চেষ্টা করত, কিন্তু পারত না। আবার ঘুমে তলিয়ে যেত ।’
চিকিৎসকেরাও এই অদ্ভুত রোগের কোনও কারন এখনও খুঁজে পাননি। তবে অনেকের মতে, এটি একটি গণ মনোব্যাধি।
আর কেউ কেউ ধারনা করছেন, গ্রামটি দু’দশক আগেই বন্ধ হয়ে যাওয়া একটি ইউরেনিয়াম খনির কাছে অবস্থিত বলেই হয়ত এমনটা ঘটছে। তবে স্থানীয় টেলিভিশন বলছে, সেখানকার মাটি কিংবা পানিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।