কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮:২১:২৫,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: পিরোজপুরের কাউখালীতে ২০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ইউনুছ মোল্লাকে (৩৭) গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-৮) একটি বিশেষ টহল টিম তাকে গ্রেফতার করে।
জানা যায়, র্যাব একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠি (হাওলাদার বাড়ি) কাছে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়-বিক্রয় করার সময় মোঃ ইউনুছ মোল্লা (৩৭) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজাসহ আটক করে। ইউনুছের বাড়ি পিরোজপুরের নরখালী গ্রামে বলে জানা যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। ইউনুছ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সংগ্রহ করে পিরোজপুর জেলার কাউখালী থানাসহ বিভিন্ন থানা এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।