কাঁচপুর থেকে ৫টি শক্তিশালী ককটেল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:৩২:১৬,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি শক্তিশালী তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে র্যাব-১১ এর এএসপি নুর মোঃ আলী চিশতী সঙ্গীয় ফোর্স নিয়ে সোনরগাঁ থানার কাঁচটপুরের কলাপট্টি এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করেন।
র্যাব সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেলগুলো নিয়ে এসে কলাপট্টির পাশে খোলা জায়গায় রাখে। খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে র্যাব ককটেলগুলো উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধারকৃত ককটেলগুলো লাল ট্যাপ দিয়ে মোড়ানো ছিল।
র্যাব-১১ এর এএসপি নুর মোঃ আলী চিশতী ককটেলগুলো উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচিতে নাশকতা ঘটানোর জন্যই এসব ককটেল আনা হয়েছিল।