কল্যাণপুরে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ১১:২৩:৫৯,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ঢাকা কল্যাণপুর থেকে অপহরণের পর হত্যার ঘটনায় ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে দু’জনকে পাবনার সাঁথিয়া থেকে আটক করা হয়ে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্যজনকে ঢাকা উত্তরা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব সদরদফতরের মিডিয়া উইংয়ের উপ পরিচালক মেজর রুম্মন মাহমুদ জানান, গ্রেফতারদের র্যাব-৪ এর দফতরে জিজ্ঞাসাবাদ চলছে।
গত ১৯ নভেম্বর দুপুরে নিজ বাড়ি থেকে মিরপুরের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় ক্যলাণপুরের আনোয়ার হোসেনের ছেলে গোলাম রাব্বি (২০)। ধানমন্ডির একটি বেসরকারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির এমবি’র ১ম বর্ষের ছাত্র । এর ৬দিন পর পাবনার সাঁথিয়ার একটি বিল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।