কলাপাড়ায় কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা
প্রকাশিত হয়েছে : ৬:৩৪:০৮,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: কলাপাড়ায় দাবি করা চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে গুরুতর জখম করে মোবাইল ফোনসহ নগদ পঞ্চাঁশ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে কথিত সাংবাদিক ছগির সহ তার চার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন ব্যবসায়ী জয়নাল শেখ। সে কুয়াকাটার তুলাতলি গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকার নুরুদ্দিন’র ছেলে ছগির হোসেন দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে বে-আইনী কর্মকান্ড চালিয়ে আসছিল। সম্প্রতি কুয়াকাটার তুলাতলি গ্রামের ব্যবসায়ী জয়নাল শেখের কাছে দু’লক্ষ টাকা চাঁদা দাবী করলে ব্যবসায়ী জয়নাল শেখ এর প্রতিবাদ করলে ছগিরের নেতৃত্বে থাকা চার সহযোগী ওই ব্যবসায়ীকে গুরুতর জখম করে তার মোবাইল সেট সহ নগদ পঞ্চাঁশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী জয়নাল শেখ বিচারের দাবীতে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কথিত সাংবাদিক ছগির সহ তার চার সহযোগীদের বিরুদ্ধে দন্ড বিধির ১৪৩/৩২৩/৩৮৫/৩৮২/৩২৪/৩২৫/৩০৭/৫০৬ (খ) ও ১০৯ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-জি.আর-৩৮৯। কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাস কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.মনিরুজ্জামান চাঁদাবাজি মামলার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, ছগির সহ তার চার সহযোগীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।