কলকাতা-ওডিশার নায়কের সঙ্গে দুই লাক্স সুন্দরী
প্রকাশিত হয়েছে : ৬:৪২:১৩,অপরাহ্ন ২৪ জুন ২০১৫
বিনোদন ডেস্ক :: ‘রক’ নামের নতুন একটি ছবিতে একসঙ্গে বড় পর্দায় মুখ দেখাবেন দুই লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম ও মৌসুমী হামিদ। এতে নায়ক হিসেবে নেওয়া হয়েছে কলকাতা ও ওডিশার অভিনেতা অরিন্দম রায়কে। ছবিতে মিমের বিপরীতে থাকছেন এ নায়ক। আর মৌসুমী অভিনয় করবেন মিমের ছোটবোনের চরিত্রে।
ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। জানা গেছে, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ছবিটির কাজ শরু হবে।
মিম বলেন, ‘ছবিতে আমি সাংবাদিক চরিত্রে অভিনয় করব। যে কিনা পরে রাজনীতির সঙ্গে যুক্ত হয়।’
এর গল্পে দেখা যাবে, একটি বিষয়ে প্রতিবেদন তৈরি করতে সাংবাদিক মিম দেশে আসেন। সঙ্গে থাকে ছোট বোন মৌসুমী হামিদ। এরপর মৌসুমী নানা ঘটনায় নিজেকে জড়িয়ে ফেলেন।
ছবিতে আরও অভিনয় করবেন বাংলাদেশের ভাবনা, আলীরাজ, দিতি, কাবিলা, শিমুল খান, ডিজে সোহেল এবং ভারতের বাবুল দেব ও কাশমিরি শাখসহ আরও অনেকে। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া ও চীনে এর দৃশ্যধারণ হবে।