কলকাতায় বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলনে সিলেটের প্রতিনিধিদল
প্রকাশিত হয়েছে : ১:২০:৩৫,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলনে অংশ গ্রহণ করতে সিলেটের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল কোলকাতা গিয়েছেন। শনিবার বিকেলে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন তারা।
বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির আমন্ত্রণে কোলকাতাস্থ মানিক তলায় অনুষ্ঠিত সপ্তাহব্যাপী আয়োজিত এ সম্মেলনে প্রতিবারের ন্যায় এবারও সিলেটের পক্ষে থেকে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিত্ব করতে এ দলটি সম্মেলনে অংশ গ্রহণ করছে। সিলেটের সিনিয়র সাংবাদিক ও বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর নেতৃত্বে দলটিতে রয়েছেন বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলন সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ছড়াশিল্পী রিপন আহমদ ফরিদী, সিলেট নিউজ টাইমস ডট কম এর সম্পাদক ও কবি মোহাম্মদ বাদশা গাজী, ডেইলি সিলেট ডট কম এর সম্পাদক কে এ রহিম, আবৃত্তিকার ও ছড়াশিল্পী জিল্লুর রাহমান জয়, বিএনএন ৭১ এর সম্পাদক মোহাম্মদ আঙ্গুর মিয়া, ছড়াশিল্পী কয়েস আহমদ মাহদী, সিলেট নিউজ টাইমস ডট কম এর চীফ ফটোগ্রাফার মোহাম্মদ শরীফ গাজী।